ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ কৃত্রিম বাস্তবতা । কতগুলো যন্ত্রের সাহায্যে যদি আমরা কৃত্রিমভাবে অনুভূতিগুলো সৃষ্টি করতে পারি এবং সেটি মানুষের কাছে পুরোপুরি বাস্তব মনে হয় তাকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে । এটার নানাভাবে করা সম্ভব অনেক সময় বিভিন্ন ধরনের চশমা বা হেলমেট পড়া হয় যেখানে দুই চোখে বিদ্যুতি ভিন্ন দৃশ্য দেখে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয় ।